‌বোরহানউ‌দ্দিন ফেডা‌রেল সাংবা‌দিক ইউ‌নিয়‌নের রু‌বেল সভাপ‌তি ও ইন্দ্র‌জিৎ সম্পাদক ।

এম মোতাছিম বিল্লাহ তছলিম : আমাদের ভোলা.কম।

ভোলার বোরহানউ‌দ্দিন উপ‌জেলা ফেডা‌রেল সাংবা‌দিক ইউ‌নিয়‌নের দ্বি বা‌র্ষিক স‌ম্মেলন ও ১৮ সদস্য বি‌শিষ্ট ক‌মি‌টি গঠন করা হ‌য়ে‌ছে। এ‌তে দ্বী‌ন ইসলাম রু‌বেল‌কে সভাপ‌তি ও ইন্দ্র‌জিৎ দে কে সাধারন সম্পাদক নির্বা‌চিত করা হয়।

গতকাল শুক্রবার রা‌তে ভোলার মনপুরা উপ‌জেলার ভিআই‌পি ডাক বাংলায় এ স‌ম্মেলন অনু‌ষ্ঠিত হয়।

‌বোরহানউ‌দ্দিন ফেডা‌রেল সাংবা‌দিক ইউ‌নিয়‌নের আহবায়ক দ্বী‌ন ইসলাম রু‌বে‌লের সভাপ‌তি‌ত্বে প্রধান অ‌তি‌থি ছি‌লেন, মনপুরা থানার ও‌সি মোঃ ফোরকান আলী, বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন, মনপুরা খাদ্য কর্মকর্তা মোঃ ইকবাল হো‌সেন, মনপুরা প্রেস ক্লা‌বের সভাপ‌তি মোঃ আলমগীর হো‌সেন।

অনুষ্ঠা‌নের শুরু‌তে প‌বিত্র কোরআন শরীফ থে‌কে তে‌লওয়াত পাঠ ক‌রেন বোরহানউ‌দ্দিন ফেডা‌রেল সাংবা‌দিক ইউ‌নিয়‌নের হাসনাইন ফরাজী।

সম্মেলন শে‌ষে বোরহানউ‌দ্দিন ফেডা‌রেল সাংবা‌দিক ইউ‌নিয়‌নের ১৮ সদস্য বি‌শিষ্ট কার্যক‌রি ক‌মি‌টি ঘোষণা ক‌রেন প্রধান অ‌তি‌থি।

কার্যক‌রি ক‌মি‌টির বাকী সদস্যরা হ‌লেন, সহ সভাপ‌তি দৈ‌নিক প্রথম সকালের প্র‌তি‌নি‌ধি আব্দুল রহমান ক‌বির, সি‌নিয়র যুগ্ন সাধারন সম্পাদক দৈ‌নিক ব‌রিশাল সম‌য়ের জু‌য়েল সাহা বিকাশ, সহ যুগ্ন সাধারন সম্পাদক মোকা‌ম্মেল হক ভূইয়া, সাংগঠ‌নিক সম্পাদক দৈ‌নিক বাংলার ক‌ণ্ঠের প্র‌তি‌নি‌ধি আব্দুল আ‌জিজ, সহ সংগঠ‌নিক সম্পাদক দৈ‌নিক ভোলার বানীর প্র‌তি‌নি‌ধি হাসান তালুকদার, কোষাধ্যক্ষ দৈ‌নিক আজ‌কের বার্তার প্র‌তি‌নি‌ধি শাহাজাদা আখঁন, প্রচার প্রকাশনা সম্পাদক দৈ‌নিক সন্ধ্যা বানীর প্র‌তি‌নি‌ধি ম‌হিউ‌দ্দিন আ‌জিম, আইন বিষয়ক সম্পাদক দৈ‌নিক সন্ধ্যা বানীর প্র‌তি‌নি‌ধি এ্যাড‌ভো‌কেট মাহাবুবুর রহমান, ক্রিয়া সম্পাদক ‌দৈ‌নিক সকা‌লের বার্তা প্র‌তি‌নি‌ধি মোঃ নূরনবী, সমাজ কল্যান সম্পাদক দৈ‌নিক সাহসী বার্তার প্র‌তি‌নি‌ধি মোতা‌ছিন বিল্লাহ তছ‌লিম, দপ্তর সম্পাদক দৈ‌নিক হিরণময় প‌ত্রিকার প্র‌তি‌নি‌ধি হাসনাইন ফরাজী, সাংস্কৃ‌তিক সম্পাদক দৈ‌নিক ব‌রিশা‌লের ক‌ণ্ঠের প্র‌তি‌নি‌ধি মে‌হেদী হাসান সোহান, ধর্ম বিষয়ক সম্পাদক দৈ‌নিক আজ‌কের ভোলার প্র‌তি‌নি‌ধি মিজানুর রহমান, আই‌সি‌টি বিষয়ক সম্পাদক প্রভা‌তী নিউজ ডট ক‌মের প্র‌তি‌নি‌ধি মোঃ স‌জিব। এছাড়াও দৈ‌নিক দ‌ক্ষি‌নের কাগ‌জের প্র‌তি‌নি‌ধি ডা‌লিক খন্দকার‌কে নির্বাহী করা হয়।

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

ডিসেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।