২০১৯ সালে ৫৬ সাংবাদিক নিহত হয়েছেন: জাতিসংঘ
নিউজ ডেস্ক, আমাদের ভোলা.কম।
২০১৯ সালে ৫৬ জন সাংবাদিক নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। নিহত এসব সাংবাদিকদের মধ্যে বেশিরভাগই সংঘাতপূর্ণ অঞ্চলে মারা গেছেন।
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থার (ইউনেস্কো) পরিসংখ্যান উদ্ধৃত করে সোমবার (২০ জানুয়ারি) জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ২০১৮ সালের তুলনায় এই সংখ্যা প্রায় অর্ধেকে নেমেছে। তবে অপরাধীদের অনেককেই আইনের আওতায় আনা যাচ্ছে না বলে তিনি জানান।
এরআগে ২০১৮ সালে ৯৯ সাংবাদিক নিহত হয়েছিলো। ইউনেস্কোর তথ্যমতে, ২০১০ থেকে ২০১৯ সাল পর্যন্ত মোট ৮৯৪ সাংবাদিক নিহত হয়েছেন।