হারিয়ে যাওয়া শিশুকে পরিবারের কাছে ফেরাতে মরিয়া ভোলা থানার পুলিশ।
ইয়াছিনুল ঈমন, সম্পাদক , আমাদের ভোলা।
গত ১৬ জানুয়ারি রাতে ভোলা সদর থানাধীন ধনিয়া ইউনিয়নে একটি ১১ বছরের ছেলে শিশুকে পাওয়া যায় !উক্ত শিশুকে জিজ্ঞাসাবাদ করলে সে তাহার নাম নাম- রিয়াজ, পিতা_ মনির, ঠিকানা ফেনী,এবং সে ফেনী আজিজিয়া মাদ্রাসা দ্বিতীয় শ্রেণীর ছাত্র বলে দাবি করে! তাহার সঠিক গার্ডিয়ান এর সন্ধান পেলে ভোলা সদর থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে ভোলা সদর মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ আরমান হোসেন।০১৩২০_১৫২১৮২