শেখ হাসিনা ও উন্নয়ন এক ও অভিন্ন : এমপি জ্যাকব
এম. আবু সিদ্দিক, বিশেষ প্রতিনিধি:
যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন, শেখ হাসিনা, উন্নয়ন এক ও অভিন্ন। সমৃদ্ধির অভিযাত্রায় বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন উন্নয়নের এই যাদুকর। তিনি শুধু মানবতার নেত্রী নন, অবিস্মরনীয় উন্নয়নের নেত্রী।
তিনি সোমবার বিকালে ভোলার চরফ্যাশন উপজেলার কুতুবগঞ্জে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জ্যাকব বলেন, শেখ হাসিনার দৃঢ়তার কারনে বাংলাদেশ এখন অপার সম্ভাবনার দেশ। মুজিব বর্ষে ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে গৃহহীন ৭০ হাজার পরিবারকে একসঙ্গে ঘর দেয়ার দৃষ্টান্ত বিশ্বে বিরল। এই সরকারের আমলে পর্যায়ক্রমে গৃহহীন মানুষ মুজিব বর্ষের উপহার হিসেবে আরও পাকা ঘর পাবেন। এদেরকে সরকার ঋণ প্রদান ও প্রশিক্ষনের মাধ্যমে আত্মজীবিকা নির্বাহে সক্ষম করে তুলবে।