শীর্তাতদের পাশে ভোলা পুলিশ সুপার
ইয়াছিনুল ঈমন, আমাদের ভোলা .কম।
ভোলায় অসহায় ও হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে দাড়িয়েছেন ভোলা জেলা পুলিশ সুপার মো: মোকতার হোসেন। ভোলাতে পুলিশ সুপার হিসেবে যোগদানের পর থেকে প্রতি বছরের ন্যায় এবারো অসহায়দের মাঝে কম্বল বিতরন করেন তিনি।
মঙ্গলবার ১৫ জানুয়ারী পুলিশ সুপার কার্যালয়ে কম্বল বিতরন অনুস্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২’শ অসহায় শীর্তাত নারী পুরুষের মাঝে কম্বল বিতরণ করেন জেলা পুলিশ সুপার মো: মোকতার হোসেন। এসময় পুলিশ সুপার মোকতার হোসেন বলেন শীতে গরম কাপড়ের অভাবে অনেক অসহায় মানুষ কষ্ট পায় । যার যার অবস্থান থেকে সবাই যদি অসহায়দের পাশে দাড়ায় তাহলে তাদের কস্ট কিছুটা হলে ও লাগব হবে।
অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) আবদুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে এবং সহকারী পুলিশ সুপার(সদর দপ্তর) শেখ মোঃ সাব্বির হেসেন এর সন্চালনায় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাব এর সাবেক আহ্বায়ক এম এ তাহের, প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, প্রেসক্লাব সাধারন সম্পাদক অমিতাভ রায় অপু, জেলা গোয়েন্দা শাখার পরির্দশক শহিদুল ইসলাম, স্পেশাল ব্রান্চের পরির্দশক জাকির হোসেন প্রমুখ।
।