লালমোহন উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হলেন প্রকৌশলী এম তানজীদ
বিশেষ প্রতিনিধি, আমাদের ভোলা.কম।
বাংলাদেশ আওয়ামীলীগ লালমোহন উপজেলা শাখার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হয়েছেন শিক্ষানুরাগি, তারুণ্যের প্রতিক ও সাবেক ছাত্রনেতা, প্রকৌশলী এম তানজীদ।লালমোহন পৌরসভার পঞ্চায়েত বাড়ির কৃতি সন্তান এম তানজীদ১৯৯৯ সালে থেকে অল্প বয়সেই লালমোহন কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয় থেকে ছাত্রলীগ এর রাজনীতি শুরু, শাহবাজপুর কলেজ ছাত্রলীগ , লালমোহন উপজেলা ছাত্রলীগ,স্টামফোড বিশ্ববিদ্যালয় ঢাকা ছাত্রলীগের
সাবেক নেতা এবং লালমোহন স্টুডেন্টস এসোসিয়েশন এর সাবেক সফল সভাপতি।
রোববার বাংলাদেশ আওয়ামীলীগ লালমোহন উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটির সভায় ভোলা ৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ লালমোহন উপজেলা শাখার বিপ্লবী সভাপতি নুরুন্নবী চৌধুরী শাওন তার নাম ঘোষণা করেন।
আর এই ঘোষণা লালমোহন পৌরসভা বাসীর বড় ধরনের চমকের পাশাপাশি তারুণ্যেদ্বীপ্ত মেধাবী নেতৃত্বের প্রতি ভোলা ৩ আসনের সংসদ সদস্য ও লালমোহন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনের সদিচ্ছা নির্ভরতা একটি বড় উদাহরণ বলে মনে করেন এলাকাবাসী। এদিকে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী এম তানজিদ নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।