লালমোহনে নারী, শিশু, বয়স্ক ও কিশোর-কিশেীদের অংশগ্রহনমূলক সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি ,আমাদের ভোলা।
ভোলার লালমোহনে লালমোহনে সরকারী-বেসরকারী সংস্থাসহ নারী, শিশু, বয়স্ক ও কিশোর-কিশেীদের অংশগ্রহনমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ জানুয়ারি ২০২১ ইং লালমোহন থানা কম্পাউন্ডে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের কার্যক্রমকে স্থানীয়ভাবে বেগবান করার উদ্দেশ্যে সরকারী-বেসরকারী সংস্থাসহ নারী, শিশু, বয়স্ক ও কিশোর-কিশেীদের অংশগ্রহনমূলক সভা ও মতবিনিময়ের আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন লালমোহন থানার অফিসার ইনচার্জ মোঃ মাকসুদুর রহমান মুরাদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার লালমোহন সার্কেল মোঃ রাসেলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) দেবজিত পাল, লালমোহন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ নুর-নবী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সৈকত চন্দ্র হাওলাদার, বেসরকারি উন্নয়ন সংস্থা কোষ্ট ট্রাস্ট এর প্রতিনিধি নাজমা বেগম, ব্রাক শাখা ব্যাবস্থাপক মোঃ জালাল হোসেন, ব্রাক অফিসার মোঃ আলমগীর হোসেন, এসিআই সেল্স অফিসার মোঃ আরিফুর রহমান প্রমূখ।
সভায় লালমোহন থানার বিভিন্ন এলাকার নারী, শিশু এবং কিশোরীগন উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় উপস্থিত কয়েকজন নারী ও কিশোরীদের নিকট হইতে তাদের বিভিন্ন সমস্যার কথা শুনে এবং তাহা দ্রুত সমাধান করা হবে বলে আশ্বস্ত করা হয়।