লালমোহনে ইভটিজিং এর প্রতিবাদ করায় ভাইকে ছুরিকাঘাত
লর্ডহার্ডিঞ্জ প্রতিনিধিঃ আমাদের ভোলা.কম।
ভোলার লালমোহনে এক স্কুল ছাত্রীকে ইভটিজিং করার প্রতিবাদ করতে গিয়ে ওই ছাত্রীর চাচাতো ভাইকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেছে সজিব নামের এক বখাটে। আহত ব্যক্তি হলেন দুলাল (৩৪)। বর্তমানে সে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। সোমবার বিকাল ৫ টায় উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের চাঁদমিয়ার হাট এলাকায় এ ঘটনা ঘটে।
প্রতিদিনের মত ওই ছাত্রী স্কুল থেকে বাড়ি ফেরার পথে একই এলাকার ভাড়ায় চালিত মটরসাইকেলের ড্রাইভার সজিব তাকে পথ রোধ করে ইভটিজিং করে। এ সময় ওই ছাত্রী তাকে গালমন্দ করলে বিকালে সজিব তার বোনকে নিয়ে ছাত্রীর বাসায় যায়। সেখানে ছেলের বোন ওই ছাত্রীর মাকে মারধর করে। এছাড়া ছাত্রীর চাচাতো ভাই দুলালকে ছুরিকাঘাত করে সজিব।
এ ঘটনায় লালমোহন থানায় ছাত্রীর মা নাজমা বাদী হয়ে মামলা দায়ের করে। মামলা নং-২২৬। পুলিশ সজিবের বাবা মিজানকে গ্রেফতার করে।