লামোহনে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
আওলাদ খান, আমাদের ভোলা.কম।
হার্ডিঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে ২০১৯ইং সনের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনার আয়োজন করে।লর্ড হার্ডিঞ্জ মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত এই বিদায় সংবর্ধনার সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ফেরদৌসি রেখা বেগম।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি হারুন আর রশীদ হাওলাদার,বিশেষ অতিথি হিসেবে ছিলেন,ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক একলাছ উদ্দিন,সমাজ সেবক নুরুল আমিন হাওলাদার,শিক্ষাবিদ প্রফেসর ছালাউদ্দিন হাং,আফসার উদ্দিন মাস্টার,সহ আরো অনেকে,
বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিয়াউর রহমান মঞ্জুর সঞ্চালনায় পবিত্র কোর আন তিলেওয়াত এর মধ্য দিয়ে শুরু হয় বিদায় সংবর্ধনা। অধ্যয়নরত শিক্ষার্থী ও বিদায়ী শিক্ষার্থীরা তাদের অশ্রু শিক্ত কন্ঠে বিদায়ী বক্তব্য ও গান পরিবেশন করেন,সবার চোখে ছিলো অশ্রু বিজরিত,বিশেষ করে বিদায়ী শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের সাথে চলা ৫টি বছরের নানা সৃতি তুলে ধরে আবেগাপ্লুত হয়ে পরেন,তারা বিগত দিনের ন্যায় সামনের দিনগুলিতেও শিক্ষকদের সহযোগিতা কামনা করেন।
উপস্থিত অতিথিরা তাদের বক্তব্য বলেন,দেশকে এগিয়ে নিতে সবার আগে প্রয়োজন শিক্ষা।আর এই শিক্ষাকে এগিয়ে নিতে দরকার মেধা,আর তোমরা তোমাদের মেধা দিয়ে এই দেশকে এগিয়ে নিয়ে যাবে এটাই আমাদের প্রত্যাশা।