মাংসের বাজারে শিয়াল জবাই!
ডেস্ক রিপোট, আমাদের ভোলা.কম।
গাজীপুর কালিয়াকৈরের সফিপুর বাজারের মাংস পট্টিতে শুক্রবার বিকালে প্রকাশ্যে শিয়াল জবাই করা নিয়ে এলাকাবাসী ব্যবসায়ী ও ক্রেতাদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
বিষয়টি স্থানীয় মৌচাক ফাঁড়ি পুলিশকে স্থানীয়রা জানালেও তারা আসেনি। তবে কালিয়াকৈর থানার এসআই মনির হোসেন ঘটনাস্থলে এলেও অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করেই চলে যান বলে অনেকেই অভিযোগ করেছেন।
এদিকে খাসি এবং গরুর মাংসের পাশে শিয়াল জবাই করা নিয়ে এলাকাবাসী ও বাজারে আসা শত শত ক্রেতাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তারা দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
জানা যায়, কালিয়াকৈরের সফিপুর বাজারের মাংস পট্টির মাংস ব্যবসায়ী বাছেদের মাংসের দোকানের সঙ্গে একটি শিয়াল এনে প্রকাশ্যে জবাই করা হয়। এ সময় বাজারে আসা কয়েকজন ক্রেতা ও স্থানীয় ব্যবসায়ীরা এগিয়ে এসে এর প্রতিবাদ করে।
সফিপুর বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি নুর মোহাম্মদ আবদুল হালিম বলেন, এটা অত্যন্ত ঘৃণিত কাজ। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে।