ভোলা-বরিশাল ব্রীজ তোফায়েল আহমেদ এর নামে দেখতে চাই – এনামুল হক আরজু
জাফর ইকবাল, আমাদের ভোলা.কম।
ভোলাবাসীর দীর্ঘদিনের দাবী ও সাবেক সফল বাণিজ্যমন্ত্রী আলহাজ্ব তোফায়েল আহমেদ এর স্বপ্ন ভোলা-বরিশাল ব্রীজ তোফায়েল আহমেদ এর নামে করার দাবী জানিয়েছেন ভোলা জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক এনামুল হক আরজু। রবিবার সন্ধ্যায় ভোলার বহুল প্রচারিত দৈনিক ভোলার বাণী অফিসে প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এই একথা বলেন। এই সময় তিনি আগামী উপজেলা নির্বাচনের বিষয়ে খোলা মেলা কথা বলেন।
তিনি বলেন, আমি দীর্ঘদিন জননেতা তোফায়েল আহমেদ এর নেতৃত্বে রাজনীতি করে আসছি এবং আজীবন করে যাবো, নিবাচনে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমার নেতা তোফায়েল আহমেদ উপজেলা নির্বাচনে নমিনেশন যদি আমাকে দেয় আমি তার স্বপ্ন বাস্তবায়ন করবো ইনশাল্লাহ্।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলে ভোলা সদর উপজেলাকে মাদকমুক্ত করবো ইনশাল্লাহ্ এবং তরুনদের জন্য সদরের প্রতিটি ইউনিয়নে একটি করে বিনোদন কেন্দ্র করবো ও প্রতি ওয়ার্ডে প্রশাসনের সহযোগীতায় গ্রামের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে একটি মনিটরিং কমিটি করবো যাতে তরুনরা গভীর রাতে অযথা রাস্তায় না থাকতে পারে সেই ব্যবস্থা করবো।