ভোলা নাগরিক ফোরামের উদ্যোগে হতদরিদ্র কে রিক্সা প্রদান
সাইফুদ্দিন ছোটন, আমাদের ভোলা।
ভোলা নাগরিক ফোরামের উদ্যোগে হতদরিদ্রকে রিক্সা প্রদান এম আবু সিদ্দিক বিশেষ প্রতিনিধিঃ ভোলা জেলা নাগরিক ফোরাম (বিডিসিএফ) আরব আমিরাত কমিটির আর্থিক সহায়তা ও ভোলা জেলা নাগরিক ফোরাম (উত্তর) কমিটির সহযোগিতায় ভোলা কাচিয়া ইউনিয়নের হতদরিদ্র শামসুদ্দিনকে নিজে স্বেচ্ছাশ্রমের জন্য আজ বৃহস্পতিবার একটি অটো রিক্সা দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা নাগরিক ফোরাম (বিডিসিএফ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস রহমান সোহেল, ভোলা জেলা উত্তর কমিটির সভাপতি মোকাম্মেক হক মিলন, সিনিয়র সহ-সভাপতি আদিল হোসেন তপু তালুকদার, জেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন ছোটন, মঞ্জু খান, সিরাজুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বলেন,আমরা ভোলা জেলার অসহায় ও হত-দরিদ্রদের পাশে ছিলাম আগামীতেও থাকব৷ ভোলা জেলা নাগরিক ফোরাম (উত্তর)সভাপতি মোকাম্মেল হক মিলন বলেন, ভোলা জেলার সকলের সহযোগিতা পেলে আমরা আরও মানবিক ও সামাজিক কাজ করতে পারবো, বিডিসিএফ এর পাশাপাশি ভোলার বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তিনি।