ভোলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-৮ : আ’লীগ ৫ পদে বিজয়ী

ইয়াছিনুল ঈমন , আমাদের ভোলা।

ভোলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি জোট সভাপতিসহ ৮ টি পদে জয়লাভ করেছেন। আর সাধারণ সম্পাদকসহ আওয়ামী আইনজীবী পরিষদ জিতেছেন ৫ টি পদে। সকাল ১০ টায় ভোট গ্রহণ শুরু হয়ে চরে বিরতিহীন ভাবে চলে ২ টা পর্যন্ত। ১৭০ ভোটের মধ্যে ১৬৮ টি ভোট কাস্ট হয়।

সভাপতি পদে ৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপির এডভোকেট মোঃ ফরিদুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী আইনজীবী পরিষদের এডভোকেট অতিন্দ্র লাল ব্যানার্জী ৭৫ ভোট পেয়ে পরাজিত হন। সাধারণ সম্পাদক পদে আওয়ামী আইনজীবী পরিষদের এডভোকেট মোঃ নুরুল আমীন নুরনবী ৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এডভোকেট মোঃ রেজাউল করিম ফারুক পেয়েছেন ৭৩ টি।
এছাড়া সহ-সভাপতি পদে বিএনপির এডভোকেট হাবিবুর রহমান বাচ্চু, এডভোকেট জাকির হোসেন মনু, সহ-সাধারণ সম্পাদক পদে এডভোকেট মোঃ ইফতারুল হাসান শরীফ, অর্থ সম্পাদক এডভোকেট মোঃ ইলিয়াস সুমন, পাঠাগার সম্পদক পদে এডভোকেট পলাশ চন্দ্র দাস, সদস্য পদে এডভোকেট মোঃ ছালাউদ্দিন আহমেদ প্রিন্স ও এডভোকেট মোঃ ইকবাল হোসেনসহ ৮টিতে নির্বাচিত হন বিএনপি জোট।
এছাড়া সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নুরুল আমিন নুরনবীসহ আওয়ামী আইনজীবী পরিষদে জয়লাভ করেন, সহ-সাধারণ সম্পাদক পদে এডভোকেট মোঃ জাকির হোসেন রিপন, ধর্ম সম্পাদক পদে এডভোকেট মোঃ মহিউদ্দিন হেলাল, পাঠাগার সম্পাদক পদে এডভোকেট জান্নাতুল ফেরদৌস জুবলী চৌধুরী ও সদস্য পদে এডভোকেট মোঃ আবুল কাশেমসহ ৫টিতে জয়লাভ করেন।

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

ডিসেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।