ভোলায় ৪ পা নিয়ে ফুটলো মুরগীর বাচ্চা

বিশেষ প্রতিনিধি, আমাদের ভোলা।

অবিশ্বাস্য হলেও সত্যি। ভোলার চরফ্যাশন উপজেলার চর কলমি ইউনিয়নের চর মায়া গ্রামে একটি দেশি প্রজাতির মুরগীর বাচ্চা চারটি পা নিয়ে জন্মেছে। ওই গ্রামের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা মিলন কাজীর স্ত্রী জরিনা বেগমের গৃহপালিত মুরগী এই চার-পাওয়ালা বাচ্চাটি জন্ম দেয়। জন্মের পর বাচ্চাটি স্বাভাবিকভাবে চলাফেরা করছে।

ওই বাড়ির বাসিন্দারা জানান, গত শুক্রবার চার পা নিয়ে মুরগীর বাচ্চাটির জন্ম। প্রথম তারা বিষয়টি দেখতে পাননি। রোববার বিকেলে বাড়ির উঠানে মুরগীর বাচ্চাটি মায়ের সঙ্গে হাঁটতে দেখে বিষয়টি তাদের নজরে আসে।

এই খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে উৎসুক জনতা মুরগীর বাচ্চাটি দেখতে ওই বাড়িতে জড়ো হতে থাকেন।

এই ব্যাপারে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ইন্দ্রজিৎ কুমার মন্ডল জানান, জেনিটিক ডিজঅর্ডার বা জিনগত ত্রুটির কারণে এমনটি হতে পারে। তবে এসব মুরগীর বাচ্চা তাদের স্বাভাবিক জীবন হারিয়ে ফেলে অপেক্ষাকৃত দুর্বল হয়ে পড়ে। তারা বেশি দিন বাঁচতে পারে না। মারা যায়। তবে কোন কোন ক্ষেত্রে আবার দেখা যায় স্বাভাবিক খাদ্য গ্রহণ করতে পারলে বেঁচে যেতেও পারে।

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

ডিসেম্বর ২০২৩
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।