ভোলায় ৩ কোটি টাকার মূল্যের ৩টি তক্ষক উদ্ধার
ফাইল ছবি
কাজী মহিবুল্লাহ আজাদ ,আমাদের ভোলা।
ভোলায় ৩ কোটি টাকার ৩টি তক্ষক উদ্ধার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন। রবিবার সন্ধ্যায় ভোলা শহরের খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে তারা এ ৩টি তক্ষক উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৩ কোটি ৩০ লাখ টাকা।
সোমবার এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে কোষ্টগার্ড জানান, ভোলা থেকে একটি পাচারকারী দল কয়েকটি তক্ষক পাচার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর উপজেলার খেয়াঘাট ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান চালায় কোষ্টগার্ড দক্ষিণ জোনের অধিনস্ত বিসিজি বেইজ, ভোলা। রবিবার (৩ জানুয়ারী) সন্ধ্যা ৭:২০ এর সময় তারা এ অভিযান পরিচালনা করেন। এ সময় সেখান থেকে ব্যাগ ভর্তি ৩টি তক্ষক উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ৩০ লাখ টাকা।
এ সময় কোষ্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ব্যাগভর্তি ৩টি তক্ষক ফেলে দিয়ে পাচারকারীরা পালিয়ে যায়। তাই তাদেরকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত ৩টি তক্ষক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। কোষ্টগার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডারের পক্ষে এম মেহেদী হাসান (লেঃ কমান্ডার বিএন) এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন