ভোলায় শিশু র্ধষনের বিচারের দাবিতে মানববন্ধন
কাজী মহিবুল্লাহ আযাদ , আমাদের ভোলা .কম
ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষনের ঘটনায় অভিযুক্ত পোস্ট অফিসের পিয়ন শের আলীর বিচারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী ও শির্ক্ষাথীরা। ২৩ জানুয়ারী বৃহস্পতিবার সকালে ভোলা সদর উপজেলার ইলিশা বাজারে বিশাল মানববন্ধন করে বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা। ঘন্টাব্যাপী এই মানববন্ধন করে অভিযুক্ত শের আলীর ফাঁসির দাবি জানান ও আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত গ্রেফতার না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়ার আল্টিমেটাম দেন বক্তারা।
উল্লেখ্য গত ২০ জানুয়ারী ভোলা সদর উপজেলায় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে পোশাকের লোভ দেখিয়ে জুস খাইয়ে অচেতন করে ধর্ষণের অভিযোগ উঠে শের আলী নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত শের আলী পেশায় ডাক বিভাগের রানার। গত সোমবার দুপুরের দিকে উপজেলার ইলিশা ইউনিয়নের গুপ্তমুন্সি গ্রামে ওই ধর্ষণের ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরে ওই শিক্ষার্থীকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় মামলা হলেও প্রতিবেদন লেখা র্পযন্ত অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ