ভোলায় মাংসের উপর লেখা “ আল্লাহু “
ইয়ামিন হোসেন, আমাদের ভোলা.কম।
ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের জনতাবাজার নামক জায়গায় এক বাড়ীতে মাংসের উপর আল্লাহু লেখা পাওয়া গেছে ঐ এলাকার আহম্মদ খন্দকারের বাড়ীতে সোমবার দুপুরে দেখতে পাওয়া যায়।
জনতাবাজার জামে মসজিদের খতিব মাওলানা হাবিবুর রহমান জানান,আহাম্মদ খন্দকারের বাড়ীতে গত রবিবার মিলাদ ছিলো আর ঐ মিলাদের মাংস খাওয়ার সময় আল্লাহু লেখা দেখে আমাদের তিনজন ইমাম সাহেব কে জানালে গিয়ে দেখলাম আল্লাহু লেখা বর্তমানে মাংসটি তার কাছে হেফাজতে রয়েছেন বলেও জানান তিনি।
স্থানীয় সোহাগ নামে একজন জানান মাংসটি একনজর দেখার জন্য উৎসুক জনতা ভীর করছেন ঐ বাড়ীতে এবং মসজিদে।