ভোলায় প্রাইম ব্যাংক ইয়োং টাইগার্স স্কুল ক্রিকেট র্টুনামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
স্টাফ রিপোটার।
ভোলায় প্রাইম ব্যাংক ইয়োং টাইগার্স স্কুল ক্রিকেট টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৩০ জানুয়ারী বুধবার ভোলা গজনবী স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় নাসরিন মাধ্যমিক বিদ্যালয় ও চর ইলিশা মাধ্যমিক বিদ্যালয়। ফাইনাল খেলায় চর ইলিশা মাধ্যমিক বিদ্যালয়কে ১২২ রানের বিশাল ব্যাবধানে হারায় নাসরিন মাধ্যমিক বিদ্যালয়। ম্যাচে ৮০ রান করে নট আউট থেকে ম্যান অব দা ম্যাচ হয় নাসরিন মাধ্যমিক বিদ্যালয়ের ব্যাটসম্যান রিশাদ।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মৃধা মোঃ মুজাহিদুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ইয়ারুল আলম লিটন, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারন সম্পাদক মুনতাসির আলম রবিন চৌধুরী, ক্রীড়া সংস্থার যুগ্ন সাধারন সম্পাদক তানভীর হায়দার রাজিব চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য হামিদুর রহমান হাসিব, ক্রিক্রেট টুনামেন্টের আহবায়ক কাজী সাইফুল আলম বাবু, ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য সুমন খান, বিসিবি ভোলা শাখার কোচ নজরুল হুদা গোফরান, নির্বাহী সদস্য জিয়াউদ্দিন রুবেল প্রমুখ।
উল্লেখ্য গত ১৬ জানুয়ারী ৮ টি স্কুল নিয়ে ভোলায় এই টুনামেন্ট শুরু হয়েছিল।