ভোলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে আটক-৩

ইয়ামিন হোসেনঃ আমাদের ভোলা.কম।
ভোলা সদর উপজেলার ইলিশায় পুলিশের মাদকবিরোধী অভিযানে তিন মাদকসেবী কে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানাযায়, গতকাল শনিবার রাতে অভিযান চালিয়ে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনর্চাজ মোক্তার হোসেন পুলিশের একটি টিম নিয়ে কালুপুর ও বাঘার হাওলা থেকে তাদের আটক করেন। আটকৃতরা হলেন,ইলিশা ৫নং ওয়ার্ডের মোশারেফ সিকদারের ছেলে আবদুল মান্নান(৩২) জাহাঙ্গীর সিকদারের ছেলে আরিফ(২৭) ১ নং ওয়ার্ডের হানিফ এর ছেলে আনচুর তারা সবাই প্রতিনিয়ত মাদক সেবন ও বিক্রি করে বলে জানান পুলিশ। ইলিশা পুলিশ ফাড়িঁর ইনর্চাজ মোক্তার হোসেন জানান,গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযানে শনিবার রাতে ১০ পিস ইয়াবা ও ৩০ গ্রাম গাজাঁসহ তাদের আটক করা হয় এবং তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে কোর্টে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।