ভোলায় নিজের শিশুকে গলা কেটে হত্যা করলেন মা
কাজী মহিবুল্লাহ আজাদ, আমাদের ভোলা।
ভোলায় ২ বছরের কন্যা শিশু তাইয়েবা ইসলাম মাওয়াকে গলাকেটে হত্যা করেছেন তার মানসিক ভারসাম্যহীন মা।
রবিবার (৩১ জানুয়ারি) সকালে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের চেউয়াখালী এলাকায় এ হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় মা তানিয়াকে আজ রবিবার সকালে পুলিশ গ্রেপ্তার করে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, রাজমিস্ত্রী মো: সবুজের স্ত্রী তানিয়া বেগম দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত। আজ সকালে তার স্বামী কাজে চলে যাওয়ার পরেই নিজ ঘরে তার শিশু কন্যা তাইয়েবা ইসলাম মাওয়াকে জবাই করে হত্যা করে। এর পর মেয়ের মৃতদেহ কোলে করে পাশের ঘরে তার শ্বাশুরির কাছে নিয়ে আসে। হত্যাকারী মা তানিয়া বেগম নিজেই দা দিয়ে জবাই করে হত্যা করেছে বলে স্বীকার করে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, তারা খবর পেয়ে ঘটনা স্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধারের পাশাপাশি হত্যাকারী মাকে গ্রেপ্তার করেন। এছাড়া নিহতের মৃতদেহ ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত শিশুর বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন বলেও জানান তিনি।