ভোলায় জাতীয় র্পাটির ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত
ইয়াছিনুল ঈমন, আমাদের ভোলা. কম।
ভোলায় জাতীয় র্পাটির ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত হয়েছে। ১লা জানুয়ারী বুধবার সকাল ১১টায় জাতীয় র্পাটির ভোলা জেলা র্কাযালয়ে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকি পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ আজিম গোলদার । প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ আজিম গোলদার বলেন সারা দেশের ন্যায় ভোলাতে ও জাতীয় পার্টি খুব সংগঠিত। আজ প্রতিষ্ঠা বার্ষিকির দিনে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক চেয়্যারমান মরহুম হুসেইন মো: এরশাদের দেশের জন্য তার অবদানকে স্মরন করছি এবং তার রুহের মাগফিরাত কামনা করছি।
মোঃ আজিম গোলদার আরো বলেন কেন্দ্রের নির্দেশে ভোলা জেলা জাতীয় পার্টি গোছালো ভাবে কাজ করে যাচ্ছে এবং তৃনমুলের নেতাকর্মীরা জাতীয় পার্টির প্রান তাই এ তৃনমুলের নেতাকর্মীদের নিয়েই জাতীয় পার্টি শক্তিশালী।
এসময় আরো উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো: বেলাল ,সাধারন সম্পাদক কবির ভূইয়াসহ জেলা জাতীয়পার্টির নেতার্কমীরা।