ভোলায় উপজেলা নির্বাচনের আ’লীগের চূড়ান্ত ৩ প্রার্থীর নাম ঘোষণা
জাফর ইকবাল, আমাদের ভোলা.কম।
আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে ভোলা সদর উপজেলায় আওয়ামী লীগের চুড়ান্ত ৩ প্রার্থীর নাম ঘোষনা করা হয়। এরা হলেন বর্তমান ভোলা সদর উপজেলার চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন, ভাইস চেয়ারম্যান মো: ইউনুছ, মহিলা ভাইস চেয়ারম্যান সেতারা বেগম। বর্তমান উপজেলা পরিষদকে আবারো তৃর্ণমূলের মতামতের ভিত্তিতে তাদের নাম কেন্দ্র পাঠানো হবে।
মঙ্গলবার (২৯ জানুয়ারি) দুপুরে ভোলা সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক বর্ধিত সভায় শহরের ওবায়েদুল হক বাবুল মোল্লা কলেজ মাঠে ভোলার সদর উপজেলার ১৩টি ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ে সভাপতি, সাধারন সম্পাদক নেতৃবৃন্দের মতামত নিয়ে এই প্রার্থী ঘোষনা করা হয়।
এসময় উপজেলা চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী ভোলা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক জহুরুল ইসলাম নকীব ও আরেক যুগ্ম-সম্পাদক সাবেক যুবলীগ নেতা এনামুল হক আরজু দুজনেই বর্তমান চেয়ারম্যান এর প্রতি সমর্থন জানায়। ফলে এককভাবে কেন্দ্রে যাচ্ছে বর্তমান চেয়ারম্যান মোশারেফ হোসেন এর নাম। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে মো: ইউনুছ একক প্রার্থী হওয়ায় সেখানে তার নাম পাঠানো হবে। মহিলা ভাইস চেয়ারম্যান পদে সংরক্ষিত মহিলা আসন থেকে মনোনয়ন চাওয়া খাদিজা আক্তার স্বপ্না ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যানকে সেতারা বেগমকে সমর্থন জানায়।
বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ এর চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, পৌর মেয়র মো: মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি দোস্ত মাহামুদ, সহ-সভাপতি মজিবুল হক, ভোলা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক জহুরুল ইসলাম নকীব, এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, মো: শফিকুল ইসলাম, সদর উপজেলার আওয়ামী লীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম গোলদার, ভাইস চেয়ারম্যান মো: ইউনুছ, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: আজিজুল ইসলাম, যুগ্ম-সম্পাদক মো: সিরাজুল ইসলাম প্রমুখ। সভায় তৃর্ণমূলের তিন শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন আগামী উপজেলা নির্বাচনে জাতীয় নির্বাচনে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগ প্রার্থীকে জয়ী করার আহবান জানায়।