ভোলায় আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ছালাউদ্দিন হাওলাদার,সম্পাদক নুরুল আমিন নূরনবী
ডেস্ক রিপোট,আমাদের ভোলা.কম।
ভোলা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ১২১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন ছালাউদ্দিন হাওলাদার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট কার্তিক চন্দ্র সাহা পেয়েছেন ৪৪ ভোট। অপরদিকে ১১৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নুরুল আমিন নুরনবী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ শাহজাহান পেয়েছে ৪৬ ভোট।
নির্বাচিত অন্যান্যরা হলেন সহ সভাপতি পদে মোঃ ইউসুফ, শংকর গাঙ্গুলী, সহ সাধারণ সম্পাদক ইফতারুল হাসান শরীফ, মোঃ জাকির হোসেন রিপন, অর্থ সম্পাদক সুজন কৃষ্ণ দে, ধর্ম ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইউসুফ, পাঠাগার সম্পাদক পলাশ চন্দ্র দাস, মোঃ মাসফিকুর রহমান বাবু, সদস্য আলহাজ্ব আবুল কাশেম, আলহাজ্ব কাওছার হোসেন, মোসাম্মৎ জান্নাতুল ফেরদৌস জুবলী।