ভোলায় অগ্নিকান্ডে ৩৫ দোকান পুড়ে ছাই

ইয়াছিনুল ঈমন, আমাদের ভোলা.কম।

ভোলা সদর উপজেলার ইলিশা জংশন বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৩৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শনিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এতে দুই কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে বলে ধারনা করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা জানান, জংশন বাজারের ইউসুফের ফ্রিজের শো-রুম থেকে শনিবার রাত সাড়ে ৯টায় আগুনের সূত্রপাত ঘটে। এতে মুহুর্তের মধ্যে বাজারের পুরো একপাশ ছড়িয়ে পরে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি টিম এসে ঘন্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ করেন।
এদিকে স্থানীয়রা জানান, ইলিশা সড়কের উপরে ফেরির জন্য অপেক্ষারত ট্রাকের সিরিয়ালের জন্য ফায়ার সার্ভিস আসতে বেশি সময় লেগেছে, তা নাহলে আরো দ্রুত আসতে পারতো এবং আগুনে এতটা ক্ষতিগ্রস্ত হওয়া লাগতো না।
ফায়ার সার্ভিসের উপ পরিচালক জাকির হোসেন জানান, আমরা খবর পেয়ে সাথে সাথে ছুটে এসেছি এবং মোট ৬ টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সদর উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন, ভোলা সদর মডেল থানা ওসি এবং ডিবি ওসিসহ পুলিশের একটি টিম

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৩
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।