ভোলার পরানগঞ্জে ৪০টি দোকান পুড়ে ছাই
মো: মহিবুল্লাহ আযাদ, আমাদের ভোলা.কম।
ভোলা সদরের পরানগঞ্জের কাজী মার্কেটে একদিন পর আবারো আগুন লাগে। এতে ৪০টি দোকান পুড়ে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছ।
রবিবার (১৪ জানুয়ারী) মধ্যরাত ২.৩৫ মিনিটে ভোলার পরানগঞ্জের কাজী মার্কেটে এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস এর ৪টি ইউনিট ১ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
অগ্নিকান্ডের এ ঘটনায় পুড়ে ছাই হয়ে গেছে কাপড়ের দোকান, স্বর্নের দোকান, মোবাইল শপ, ফার্মেসী, কম্পিউটার, প্লাস্টিক এর দোকানসহ ৪০টি দোকান। ধারণা করা হচ্ছে এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ধারণা করছেন, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। এদিকে ব্যবসায়ীরা এখন কী করে আবার সব শুরু করবেন, ঘুরে দাঁড়াবেন তা নিয়ে চিন্তিত।