ভোলার দৌলতখানে হত্যা মামলায় ৩ আসামী গ্রেপ্তার

ইয়াছিনুল ঈমন, সম্পাদক, আমাদের ভোলা।
দৌলতখান থানার মামলা নং- ১৩, তারিখ- ২৭/০১/২২ খ্রিঃ, ধারা-১৪৩/৩২৩/৩৪১/৩০২/৩৪ পেনাল কোড সংক্রান্তে মৃত ভিকটিম অবঃ সেনা সদস্য মো: আব্দুল খালেক পাটোয়ারী (৬১) কে হত্যার অপরাধে রুজুকৃত মামলার অন্যতম এজাহারনামীয় আসামী- ১। মো: মোফাজ্জল পাটোয়ারী(৫৫), পিতা- মৃত হজু পাটোয়ারী, সাং- চরশুভী, ০৪নং ওয়ার্ড, ২। মো: ইকবাল হোসেন (৩৬), পিতা- বাগন আলী, সাং- চরশুভী, ০৫নং ওয়ার্ড, উভয় থানা- দৌলতখান, জেলা-ভোলাদ্বয়কে গতকাল রাতে দৌলতখান থানার অফিসার ও ফোর্সদের সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করিয়া শশীভূষন থানা এলাকা হইতে গ্রেফতার করা হয়। এছাড়া এজাহারনামীয় আসামী ৩। মো: রফিকুল বেপারী (৩৫), পিতা- নসু বেপারী, সাং-পৌরসভা, ০৭নং ওয়ার্ড, থানা- দৌলতখান, জেলা-ভোলাকেও গ্রেফতার করা হয়। অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।