ভোলার চরফ্যাসনে কিশোর নির্যাতনের ঘটনার মূল হোতা গ্রেফতার

ইয়াছিনুল ঈমন, আমাদের ভোলা.কম।
ভোলার চরফ্যাসন উপজেলার শশীভূষণ থানাধীন হাজারীগঞ্জ ইউনিয়নে চুুরির অপবাদ দিয়ে কিশোরকে মধ্যযুগীয় কায়দায় প্রকাশ্যে হাত-পা বেঁধে নির্যাতনের মূল হোতা ইউপি সদস্য আমজাদ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাত ৮টার দিকে চরফ্যাসন পৌরবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, সন্ধ্যার পর গোপন সংবাদের ভিত্তিতে সহকারি পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) মো. মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম চরফ্যাসন বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করে। বর্তমানে আমজাদ চরফ্যাসন থানায় রয়েছে। বৃহষ্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।
তিনি আরও জানান, ঘটনার সাথে জড়িত সকল আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
প্রসঙ্গত, গত ১৫ নভেম্বর চরফ্যাসন উপজেলার হাজারীগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে রুবেল নামের এ কিশোরকে ওই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার আমজাদ হোসেনের নেতৃত্বে চুরির অপবাদ দিয়ে প্রকাশ্যে হাত ও পায়ের মাঝে লাঠি বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে। এ ঘটনার ভিডিও ফুটেজ ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে প্রশাসনের টনক নরে। পরে গত শুক্রবার নির্যাতিত কিশোরের মায়ের কাছ থেকে শশীভূষণ থানায় পুলিশ শিশু আইন ২০১৩ এর ৭০ ধারায় মামলা গ্রহণ করেন। যার নং ১৩ তারিখ ১৮-০১-১৯)।

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৩
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।