ভোলায় স্বেচ্ছাসেবকরা পরিষ্কার করলো ভোলা সদর থানা
জালাল আকবরী শিবলী, আমাদের ভোলা।
ভোলা পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনিরুজ্জামান মনির মহোদয়ের উৎসাহে বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান সমাজ কল্যাণ পরিষদ ও বাংলাদেশ সেচ্চাসেবক ফাউন্ডেশন এর উদ্যোগো ভোলা সদর থানায় ও তার আশপাশ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান সমাজ কল্যাণ পরিষদ ও বাংলাদেশ সেচ্ছাসেবক ফাউন্ডেশন এর ভোলা জেলার সহ-প্রধাণ সেচ্চাসেবক জালাল আকবরী শিবলী ও বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান সমাজ কল্যাণ পরিষদ এর সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ সেচ্চাসেবক ফাউন্ডেশন এর ভোলা উপজেলা সহঃপ্রধান সেচ্চাসেবক অমিতাভ রাজন, মোঃ তারেক জামীল,শান্ত, নোমান, আরিফ, ফিরোজ, ইশাদ,মুন্না, নয়ন,হৃদয়,সজিব, আকতার প্রমুখ।