বোরহানউদ্দিনে জাটকা ইলিশ জব্দ
বোরহানউদ্দিন প্রতিনিধিঃ আমাদের ভোলা।
ভোলার বোরহানউদ্দিন উপজেলার মেঘনা নদীর আলীমুদ্দিন ও সরাজগঞ্জ মাছ ঘাট এলাকায় মৎস্য অধিদপ্তরের অভিযানে ১ শত কেজি জাটকা ইলিশ জব্দ করেছে উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোয়াইভ আহমেদ। এসময় রাকিব (২৮) নামের একজনকে আটক করা হয়। জাটকা ইলিশ বিভিন্ন এতিম খানায় বিলি করা হয়েছে। আটক কৃতকে মোবাইল কোর্টের মাধ্যমে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার সকালে এ অভিযান চলে।
অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দ উপস্থিত ছিলেন। এসময় আরো উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন থানা পুলিশসহ স্থানীয় জনপ্রতিনিধিগণ । বোরহানউদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আখন্দ জানান, জাটকা ইলিশ রক্ষায় আমাদের অভিযান চলমান রয়েছে।