বোরহানউদ্দিনে খাল দখল উচ্ছেদ করলেন ইউএনও
নীল রতন, বিশেষ প্রতিনিধি, আমাদের ভোলা.কম।
ভোলার বোরহানউদ্দিনে ভোলা-চরফ্যাশন সড়কের পাশে কাচিয়া ইউনিয়নের বৈদ্দেরপুল বাজারে খাল দখল করে দোকান ঘর নির্মান করে স্থানীয প্রভাবশালীরা। দখলকারীরা হলেন রফিক, ইউছুফ, লিটন দে, মোজাম্মেল, এন্টু মোল্লা, সানু মৌলভী, বাহাদুর, ইব্রাহীম, বাবুল, নাছির, আনোয়ার, সেন্টু, শাহে আলম দালাল, সেন্টু-২, কালু মিয়া, জাফর, রফিক-২। স্থানীয় সংবাদকর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ ও ছবি তুলে উপজেলা নিবার্হী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কে অবহিত করলে ২ ঘন্টার ব্যবধানে খালের উপর অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেন ইউএনও মো: বশির গাজী।ঘটনটি ঘটেছে সোমবার বিকেলে। স্থানীয়রা জানায়, বৈদ্দেরপুল বাজার সংলগ্ন পুরো খালটিই স্থানীয় প্রভাবশালীরা দখল করে একের পর এক দোকান ঘর নির্মাণ করছে। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা অবৈধ দখল উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়েছেন, এলাকার সচেতন সমাজ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বশির গাজী জানান, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সব খালের উপর অবৈধ দখল উচ্ছেদ করা হবে। এ ব্যাপারে তিনি সংবাদ কর্মীদের সহায়তা কামনা করেছেন।