বোরহানউদ্দিনে ইয়াবা ও গাঁজাসহ যুবলীগ সম্পাদক আটক

বোরহানউদ্দিন প্রতিনিধি, আমাদের ভোলা.কম।
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৩১৩ পিস ইয়াবা ও এক কেজি গাঁজাসহ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইসমাইল খানকে আটক করেছে পুলিশ। এ সময় তার সাথে আরো ৮ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
বুধবার দিবাগত রাত পৌনে একটার দিকে উপজেলার টবগী ইউনিয়নের চকডোষ গ্রামের মোকাম্মেল ভুঁইয়ার ঘর থেকে এদের আটক করা হয়। আটককৃতরা হলেন- ওই এলাকার আবু তাহের ভুঁইয়ার ছেলে মো. মোকাম্মেল ভুঁইয়া, বোরহানউদ্দিন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইসমাইল খান, তজুমদ্দিন উপজেলার তালুক গ্রামের আব্দুর রব তালুকদারের ছেলে মো. সবুজ তালুকদার, একই উপজেলার কেয়ামুল্লাহ গ্রামের সেরাজল হকের ছেলে মো. শাহাবুদ্দিন, চরফ্যাশনের শশিভূষণ থানার চর মঙ্গল গ্রামের ছিদ্দিক বেপারির ছেলে মো. কবির বেপারি, একই থানার রসুলপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মাইনুদ্দিনের ছেলে মোশারেফ হোসেন মঞ্জু, বোরহানউদ্দিন পৌরসভা ৫নং ওয়ার্ডের ইউনুছ মিয়ার ছেলে মো. মামুন, একই উপজেলার জয়া এলাকার মো. মজিল হক মৃধার ছেলে মো. মাকসুদুর রহমান ও উপজেলার কাচিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মো. সিদ্দিকের ছেলে মো. সাদ্দাম।
পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত পৌনে একটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন থানার এসআই মো. হেমায়েত উদ্দিন ও এসআই মোহাইমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের চকডোষ গ্রামে মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় ওই এলাকার মোকাম্মেল ভুঁইয়ার ঘর থেকে নয় মাদক কারবারিকে আটক করা হয়। পরে এদের শরীর তল্লাশি করে ৩১৩ পিস ইয়াবা ট্যাবলেট ও এক কেজি ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ আরো জানায়, আটক নয় জনের মধ্যে বোরহানউদ্দিন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইসমাইল খানও রয়েছে।
বোরহানউদ্দিন থানার ওসি মু. এনামুল হক আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। মাদক বিরোধী অভিযানে কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেয়া হবে না বলেও জানান ওসি।

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।