“বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ হলেন ভোলা পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান

ইয়াছিনুল ঈমন, আমাদের ভোলা ।

ডিসেম্বর ২০২৩ মাসে বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন ভোলা পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান । গতকাল ২৪ জানুয়ারি বুধবার বরিশাল রেঞ্জের মান্যবর ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মোঃ জামিল হাসান, বিপিএম-সেবা, পিপিএম বরিশাল রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের সম্মেলন কক্ষে ভোলা পুলিশ সুপার মাহিদুজ্জামানকে সম্মাননা স্মারক তুলে দেন ।

পাশাপাশি বরিশাল রেঞ্জের ডিসেম্বর/২০২৩ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় রেঞ্জ ডিআইজি মহোদয় বিগত মাসের বরিশাল রেঞ্জাধীন সকল জেলার অপরাধ ও আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে পুলিশ সুপারদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এসময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য মাননীয় ডিআইজি মহোদয় দায়িত্বে নিয়োজিত সকল অফিসার-ফোর্সদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
এছাড়াও উক্ত অপরাধ পর্যালোচনা সভায় অক্টোবর/২০২৩, নভেম্বর/২০২৩ এবং ডিসেম্বর/২০২৩ মাসে গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক উদ্ধার, হারানো মোবাইল উদ্ধার, ওয়ারেন্ট তামিল, মোস্ট ওয়ান্টেড পলাতক আসামী গ্রেফতারসহ বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠদের মাঝে ক্রেস্ট, সনদপত্র বিতরণ এবং আর্থিক প্রণোদনা প্রদান করা হয়।

এসময় অতিরিক্ত ডিআইজি (এ্যাডমিন এন্ড ফিনান্স), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, বরিশাল; অধিনায়ক, এপিবিএন-১০; কমান্ড্যান্ট, আরআরএফ, বরিশাল; বরিশাল রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপারগণ; কমান্ড্যান্ট, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, বরিশাল; কমান্ড্যান্ট, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, পিরোজপুর; পুলিশ সুপার, নৌ পুলিশ, বরিশাল অঞ্চল; পুলিশ সুপার, পিবিআই, বরিশাল; বিশেষ পুলিশ সুপার, সিআইডি, বরিশালসহ রেঞ্জ অফিসের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।