পল্লবীতে সৌদি প্রবাসী আবুল কাশেমের বাড়িতে চুরি

ডেস্ক রির্পোট , আমাদের ভোলা.কম
রাজধানীর পল্লবীতে সৌদি প্রবাসী আবুল কাসেমের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।
শুক্রবার গভীর রাতে পল্লবী-১১ পলাশনগরের ৫৭/৭/জি, ১/৭ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।
বাড়ির মালিক আবুল কাসেম জানান, নির্বাচন উপলক্ষে তারা সবাই বাড়িতে ছিলেন। শনিবার সকালে ভাড়াটিয়ারা মোবাইল ফোনে চুরির খবর জানায়।
তিনি বলেন, ঢাকা এসে ঘরের সব কিছু এলোমেলো দেখতে পাই। প্রাথমিকভাবে ঘরে রাখা পাঁচ লাখ টাকা মূল্যের রোলেক্স হাতঘরি, স্বর্ণের তৈরি কানের ঝুমকা, হাতের চুড়ি, গলার চেইন চুরি হয়েছে।
সংঘবদ্ধ একটি চক্র বাসার ওপরের টিন কেটে মই দিয়ে ঘরে প্রবেশ করে চুরি করেছে বলে জানান আবুল কাসেম।
এ ঘটনায় পল্লবী থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
এ ব্যাপারে পল্লবী পলাশনগর প্লট মালিক সমিতির সম্পাদক আবদুস সাত্তার জানান, এমন চুরি আগে কখনো দেখিনি। জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনা উচিত।