নানা আয়োজনে ভোলার আলো নিউজ র্পোটালের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আরিফ হোসেন লিটন আমাদের ভোলা.কম।
‘ন্যায়ের পথে অবিচল’ স্লোগানকে সামনে রেখে দ্বীপ জেলা ভোলার জনপ্রিয় অনলাইন ‘ভোলার আলো.কম’ পত্রিকার ২য় তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা আয়োজন আর উৎসব মুখর পরিবেশে পালিত হয়েছে।গতকাল বৃহস্পতিবার (১০জানুয়ারী) সন্ধ্যায় ভোলা শহরের ‘‘জিএফসি’’ চাইনিজ রেষ্টুরেন্টে ‘‘ভোলার আলো’’ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হয়।
‘ভোলার আলো’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক আল-আমিন এম তাওহীদের সঞ্চালনায়, এতে উপস্থিত ছিলেন, ভোলা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, বিটিভি ভোলা জেলা প্রতিনিধি এমএ তাহের, ৬নং ওয়ার্ড কাউন্সিলর অমর ফারুখ, মাছরাঙ্গা টিভির ভোলা প্রতিনিধি হামিদুর রহমান হাসিব, ভোলা সদর উপ-সহকারী কৃষি অফিসার মাহমুদুল হাসান, ভোলা জজ কোর্টের এডিশনাল পিপি ও আমাদের ভোলা.কম এর আইন উপদেস্টা এ্যাড: সোয়েব হোসেন মামুন, পৌর আ.লীগের প্রচার সম্পাদক সাহাবুদ্দিন রাঢ়ী, বৈশাখী টিভির ভোলা প্রতিনিধি হোসাইন সাদী, মোহনা টিভির ভোলা প্রতিনিধি জসিম রানা, এ্যাড: মেজবাহ আলম, এ্যাড: ইশতিয়াক হাসান বাপ্পী, এ্যাড: আতিকুল ইসলাম মঞ্জু, এ্যাড জিয়া উদ্দিন, সাংবাদিক বশির, এশিয়ান টিভির ভোলা প্রতিনিধি অনিক আহমেদ, এসটিভি প্রতিনিধি ভোলার আলো.কম এর নির্বাহী সম্পাদক ও আমাদের ভোলা.কম এর যুগ্ম সম্পাদক আরিফ হোসেন লিটন, ব্যবস্থাপনা সম্পাদক মনসুর আলম, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ জেলা শাখার সভাপতি সাদ্দাম হোসেন সাব্বির। অন্যন্যাদের মধ্যে আজকের দেশকণ্ঠ পত্রিকার সম্পাদক জে.আই সজুব, ভোলার সংবাদ পত্রিকার সম্পাদক ফরহাদ হোসাইন, দৈনিক তৃতীয় মাত্রা প্রতিনিধি ও আমাদের ভোলা.কম এর সম্পাদক ইয়াছিনুল ইমন, জনতারবানী পত্রিকার সম্পাদক রুবেল, বাংলারকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার সোহাগ হাও্লাদার, এমএইচ ফাহাদ, বিল্লাল নাফিজ, সাংবাদিক মেজবাহ টুটুল, ইয়ামিন হোসেন, ভোলার আলো বার্তা হামিদুর রহমান, ভোলার আলো’র মঞ্জুর রহমান কামরুল, বাবুল, চপল রায় এবং মাঈনসহ বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।। পরে আলোচনা শেষে, কেক কাটা আর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ৩য় বর্ষে ভোলার আলো’র পথচলা শুরু হয়।
এসময় বক্তরা বলেন, অপরাধীদের মুখোশ খুলতে বস্তনিষ্ঠ সংবাদের মাধ্যমে দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যেতে হবে। সাংবাদিক পেশা একটি মহৎ সম্মানি পেশা। সমাজের অবহেলিত মানুষের কথা তুলে ধরাসহ ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যায় এগিয়ে যাবে ‘‘ভোলার আলো.কম’’ পত্রিকাটি। পত্রিকাটির নাম রাখা হয়েছিল ‘‘ভোলার আলো’’ এতেই বুঝা যায় এই পত্রিকাটি ভোলার মানুষের কথা তুলে ধরবে।
উল্লেখ্য, ২০১৬ সালের ৩০ডিসেম্বর আল-আমিন এম তাওহীদের সম্পাদনায় ‘ভোলার আলো.কম’ পত্রিকাটির পথচলা শুরু হয়। গত ৩০ডিসেম্বর প্রতিষ্ঠা বার্ষিকী ছিল, একাদশ জাতীয় নির্বাচনের কারনে ১০জানু-২০১৯ইং তারিখ নির্ধারণ করা হয়েছে। পত্রিকাটি শুনামের সাথে আজ ২টি বছর পেরিয়ে ৩বছরে পথচলা শুরু করেছে। আশা করা যায় সকলের ভালোবাসায় এগিয়ে যাবে ভোলার আলো.কম।’