তারেক রহমানের পক্ষ থেকে ভোলায় শীতার্তদের মাঝে কম্বল বিতরন

ইয়াছিনুল ঈমন, আমাদের ভোলা ।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ভোলা সদরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে । ২৫ জানুয়ারি বিকেলে ভোলা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে এবং ২৫ জানুয়ারি রাতে ভোলা সদরের  বিভিন্ন স্থানে ২ শতাধিক অসহায়, ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে তারেক রহমানের পক্ষ থেকে কম্বল বিতরণ করেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সম্পাদক আলহাজ্ব তরিকুল ইসলাম কায়েদ ।

যুবদল নেতা তরিকুল ইসলাম কায়েদ বলেন অসহায় মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। শীতে কম্বল নিয়ে অসহায়দের পাশে দাড়ানো সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকেই শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। অসহায় মানুষের পাশে এসে দাঁড়ানোর মধ্যে একটা আত্মতৃপ্তি আছে। দরিদ্র ও ছিন্নমূল মানুষের জন্য শীতকাল বড় কষ্টের।  তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশে  শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। সমাজের বিত্তবান ও মানবিক বোধসম্পন্ন মানুষদের দূর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান। দরিদ্র মানুষের জন্য শীতবস্ত্র বিতরণ করা একটি মানব সেবা। অসহায়দের সাহায্যের মাধ্যমেই তৈরি হবে মানবিক ও সামাজিক সেতুবন্ধন।
এসময় কম্বল বিতরণ কালে আরো উপস্থিত ছিলেন পশ্চিম ইলিশা ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম বাহালুল, ভোলা সদর উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহ্বায়ক খলিলুর রহমান সোহাগ । পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ,মাহমুদুল হাসান শাওন। বাপ্পা ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ সাদ্দাম হোসেন।

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

মার্চ ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।