তজুমুদ্দিন উপজেলা নির্বাচনে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী দেওয়ান- ভাইস চেয়ারম্যান পদে রহমান
তজুমদ্দিন প্রতিনিধি, আমাদের ভোলা.কম।
আসন্ন তজুমদ্দিন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী বাছাইয়ে তৃণমূল পর্যায়ের নেতাদের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।শুক্রবার সন্ধ্যায় তজুমদ্দিন মুক্তিযোদ্ধা ভবন কম্পেলেক্সে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ভোটার হিসেবে অংশগ্রহণ করেন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামীলীগের ১৬১ জন সভাপতি ও সাধারণ সম্পাদক ।
দলীয় নেতাকর্মীদের ভোটে প্রার্থী বাছাইয়ে চেয়ারম্যান পদে প্রাথমিক ভাবে মনোনীত হয়েছেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুল হক দেওয়ান । তিনি পেয়েছেন ৬৫ ভোট। ভাইস চেয়ারম্যান পদে তজুমদ্দিন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান ৮৫ ভোট পেয়ে প্রাথমিক ভাবে মনোনীত হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাসনা বেগম ১০৩ ভোট পেয়ে প্রাথমিক ভাবে মনোনীত হয়েছেন।
এ সময় নির্বাচন পর্যবেক্ষণে উপস্থিত ছিলেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন, ভোলা জেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি আবদুল মমিন টুলু।