তজুমদ্দিনে সাংবাদিকদের সাথে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মত বিনিময়
তজুমদ্দিন প্রতিনিধি ,আমাদের ভোলা.কম ॥
আগামী উপজেলা নির্বাচনে ভোলার তজুমদ্দিনে উপজেলা পরিষদে সম্ভাব্য মহিলা ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী কোহিনূর বেগম শিলা তজুমদ্দিনে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। শুক্রবার সন্ধ্যা ৭ টায় তজুমদ্দিন প্রেসক্লাবের হলরুমে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় তার সাথে ছিলেন, স্বামী এ্যাডভোকেট মোঃ শাহাবুদ্দিন গাজী। তিনি তজুমদ্দিন উপজেলা আ’লীগ সদস্য ও বঙ্গবন্ধু সৈনিকলীগ ঢাকা মহানগর উত্তরের সদস্য ও, উপজেলা মহিলালীগ নেতৃবৃন্দ। কোহিনূর বেগম শিলা জানান, নারী নেতৃত্বকে আরো গতিশীল করতেই আমার রাজনীতিতে আসা। নারীর অধিকার প্রতিষ্ঠায় ও সমাজ সেবায় নূরুন্নবী চৌধুরী শাওনের হাতকে শক্তিশালী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে তজুমদ্দিনের উন্নয়নে অবদান রাখবো। তিনি জানান, মহিলা ভাইস-চেয়ারম্যান পদে আমি দলের সমর্থন চাইবো, শেষ পর্যন্ত আমার চেষ্টা চালিয়ে যাব। সাংবাদিকদের মাধ্যমে সকলের সহযোগীতা কামনা করেন এই সম্ভাব্য প্রার্থী। কোহিনূর বেগম শিলা উত্তরা ইউনিভার্সিটি থেকে এম.এ পাশ করেন। তিনি ছাত্রী জীবন থেকে আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন।