তজুমদ্দিনে উৎসবমুখর পরিবেশে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনু্ষ্ঠিত।
মো: ছাকিব, তজুমদ্দিন প্রতিনিধি।
তজুমদ্দিনে মাধ্যমিক পর্যায়ের স্কুল গুলোতে বিপুল উৎসাহ উদ্দীপনা ওশান্তিপুর্ন পরিবেশে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সারাদেশের মতো তজুমদ্দিনের মাধ্যমিক স্কুল গুলোতে একযোগে সকাল ৯টা থেকে ভোটগ্রহন চলে দুপুর ২টা পযন্ত। তজুমদ্দিনের চাদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে সহিংসতার আশংকায় পুলিশ মোতায়ন করা হয়েছে। তবে ভোটগ্রহন ছিল শান্তিপুর্ন। জানা গেছে, মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে প্রতিটি স্কুলে নির্বাচিত হবে আট সদস্যের স্টুডেন্টস কেবিনেট। ষষ্ঠ থেকে দশম শ্রেণির যেকোনো ছাত্র-ছাত্রী নির্বাচনে প্রার্থী হয়ে ছাত্রদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবে। প্রতি শ্রেণি থেকে একজন করে প্রতিনিধি নির্বাচিত হবে। পাঁচ শ্রেণিতে পাঁচজন নির্বাচনের পর তাদের মধ্য হতে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত তিনজন নির্বাচিত হবে।নির্বাচন পরিচালনার জন্য শিক্ষার্থীদের নিয়েই তিন সদস্যের নির্বাচন কমিশন গঠিত হয়েছে। প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী শিক্ষকরা দশম শ্রেণির একজন শিক্ষার্থীকে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্য শ্রেণির একজন করে দুজন শিক্ষার্থীকে নির্বাচন কমিশনার হিসেবে মনোনীত করেছেন। নির্বাচন ও এ সংক্রান্ত কার্যক্রম পরিচালনার জন্য প্রতিষ্ঠান প্রধান প্রয়োজনে একজন সহকারি শিক্ষক সমন্বয়কারী হিসেবে নিয়োগ দিয়েছেন। এসবই হয়েছে বিধি অনুযায়ী। প্রয়োজনীয়সংখ্যক ভোটকক্ষ স্থাপন করে গোপনীয়তার সঙ্গে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।এ নির্বাচনে সহযোগিতা করেন স্কাউট টিম ও তার দল।শিক্ষা গ্রহণের পাশাপাশি শিশুকাল থেকেই গণতন্ত্রের চর্চা, সহনশীলতা ও মূল্যবোধ তৈরির উদ্দেশ্যেই সরাসরি নির্বাচনের মাধ্যমে ‘স্টুডেন্টস কেবিনেট’ গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। ভবিষ্যতে তারাই এ দেশ গড়ে তুলবে, পরিচালনা করবে। এজন্য তাদের এখন থেকেই গণতান্ত্রিক মূল্যবোধ, অন্যের মতের প্রতি সহনশীলতা চর্চার প্রয়োজন রয়েছে বলে জানান চাদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন। চাদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ফলাফলে জানাগেছে এ বিদ্যালয়ের মোট পার্থী ছিল ১৪ জন।নির্বাচিত হয়েছেন যে ৮জন তাদের মধ্যে দশম শ্রেনীর ছাত্র মোঃআবু তালিব পেয়েছেন ২১৩ ভোট।নবম শ্রেনীর ইখতেখার মাহমুদ ১৯৪ ভোট।অষ্টম শ্রেনীর নন্দন দেবনাথ ১৬০ ভোট।সপ্তম শ্রেনীর মোঃজাকারিয়া ১৯৯ ভোট।ষষ্ঠ শ্রেনীর রিসাদ ১৬৩ ভোট।এছাড়া অন্য তিন জনের মধ্যে রয়েছে ষষ্ঠ শ্রেনীর মোঃ জিসান ১৫০ভোট।সপ্তম শ্রেনীর মোঃতামিম ১১৫ ভোট এবং অষ্টম শ্রেনীর প্রিতম দাস ১৪৭ ভোট।