চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় ৩ দিনে তিনজন নিহত

বিশেষ প্রতিনিধি৷৷
ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় গত ৩দিনে কাভার্ড ভ্যান, হোন্ডা, ট্রাক, বোরাক ও ব্যাটারি চালিত রিক্সার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন৷
রোববার (১০জানুয়ারি) দুপুর ১টার সময় চরফ্যাশন পৌরসভার বিআরডিবি মোড়ে আশরাফুল আলম টুলু (৪০) তিনি লালমোহন পশ্চিম চর উমেদ ইউনিয়ন ৭নং ওয়ার্ডের মুক্তিযোদ্ধা মাহে আলমের ছেলে৷
সোমবার (১১জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় চরফ্যাশন কাশেমগঞ্জ বাজারে সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষক মাওলানা মোঃ এরশাদ আলী (৫৮)৷
মোঙ্গল বার (১২ জানুয়ারি) রাত ৮টার সময় চরফ্যাশন উপজেলার শশিভূষণে মালেক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন মোঃ সেলিম (৪০)৷ তিনি তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়ন ২নং ওর্ডের বাসিন্দা৷
ভোলা জেলা নাগরিক ফোরাম (দক্ষিণ) এর সভাপতি এম আবু সিদ্দিক বলেন, চরফ্যাশনে আর কতো মৃত্যু হলে সড়ক দুর্ঘটনা কমবে!প্রতিনিয়ত মানুষের এমন নির্মম সড়ক দুর্ঘটনায় মৃত্যু মেনে নেয়া যায়না৷ অনিয়ন্ত্রিত নসিমন, করিমন, টমটম, বোরাক, ভাড়াটিয়া হুন্ডা, ব্যাটারি চালিত রিক্সা নিজেরমত করে তারা চলাচ্ছে৷ সড়কে অদক্ষ ড্রাইভারদের চিহ্নিত করে শাস্তিমুলক ব্যবস্হা নিতে হবে হবে৷তবেই দূর্ঘটনায় মৃত্যু কমবে৷