চরফ্যাশনে ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান

এম আবু সিদ্দিক, বিশেষ প্রতিনিধিঃ
পরিবেশ অধিদপ্তরের সনদপত্র ছাড়া ইটভাটায় ড্রাম চিমনি ব্যবহার করে পরিবেশের ভরসাম্য নষ্ট করায় উপজেলার আঞ্জুরহাট বকসী মৎস্যঘাট এলাকায় “ফরাজী ব্রীকস ইটভাটায় সোমবার নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়। ব্রিকসে কাঠ ও লাকড়ি দিয়ে ইট পোড়ানো কারনে ইট ভাটার ড্রাম চিমনি ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। প্রায় ৫০ হাজার কাঁচা মাটির ইট ফায়ার সার্ভিসের দমকল বাহিনী পানি দিয়ে ধ্বংস করে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই পরিবেশ বিনষ্ট করে দীর্ঘদিন যাবৎ ইট ভাটায় অবৈধভাবে ইট পুড়িয়ে পরিবেশ ভারসাম্য নষ্ট করছে৷ এসময় ভাটার থাকা জনবল পালিয়ে যাওয়ায় কাউকে আটক বা জরিমানা করা হয়নি।