গৌরবের ২৫ বছর পূর্তি উৎসব পালন করল ইলিয়াছ মিয়া ধনিয়া মাধ্যমিক বিদ্যালয়।

মোঃ আরিয়ান আরিফ, আমাদের ভোলা.কম।
গৌরবের সাথে ২৫ বছরে পর্দাপন করলো ভোলার সদর উপজেলার ইলিয়াছ মিয়া ধনিয়া মাধ্যমিক বিদ্যালয়। জমজমাট এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই ঐতিহ্যবাহী বিদ্যাপিঠের ২০১৯ সনের এস.এস. সি. পরীক্ষার্থীদের বিদায় ও গৌরবের ২৫ বছর পূর্তি উৎসব অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানের কর্মসূচীতে ছিল স্মৃতিচারণ, প্রতিষ্ঠাতাবৃন্দ, প্রাক্তন শিক্ষক-বর্তমান শিক্ষক সংবর্ধনা ও কৃতি শিক্ষার্থীদের বৃত্তি মাঝে প্রদান।
আজ ২৬ জানুয়ারি (শনিবার) সকালে বিদ্যালয়ের মিলনায়তনে পবিত্র কোরাআন দেলোওয়াত মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভোলা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন।বিশেষ অতিথি আলহাজ্ব ডাঃ সালেহ আহাম্মদ,আলহাজ্ব বিগ্রেডিয়ার জেনারেল ডাঃ কাজী মোঃ আবুল কালাম আজাদ,ইঞ্জিনিয়ার মোঃ লোকমান হাকিম মল্লিক, ইঞ্জিনিয়ার মোঃ মঞ্জিল মোর্শেদ,মোঃ ইউনুছ মিয়া প্রমুখ।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ জাহাঙ্গীর আলম।
পরে বিদায় নিয়ে পরীক্ষার্থীদের বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।