কবি মোঃ আঃ কুদদূস এর “ প্রার্থনা সংগীত “
সুন্দর করো
মঙ্গল করো
নির্মল করো
উজ্জ্বল করো
ওহে মোর প্রিয়তম প্রভূ।
আলোক বহাও
আঁধার সরাও
মায়া ছড়াও
বিষাদ তাড়াও
ছেড়ে যেও নাকো কভু।
তুমি আমার ধরা
তুমি আলোকধারা
তুমি জগত জোড়া
তুমি অনন্ত অন্তরা
ওহে মোর নিভৃত নিরঞ্জন।
ক্ষমা করে দাও
ভালোবাসা দাও
মুক্ত করে দাও
সুখ শান্তি দাও
তুমি যে মোর চির চিরন্তন।
সকাল সন্ধ্যায়
খোলা হাওয়ায়
আলো ছায়ায়
স্নেহ মমতায়
তুমি যে আপন মহামহিম।
আশীষ দাও
অনুগ্রহ দাও
উন্নতি দাও
পূর্ণতা দাও
ওহে মোর রাহমানুর রাহীম।
২৩ জানুয়ারি ২০১৯ সমিল মুক্তক ছন্দ।