কবি মোঃ আঃ কুদদূস এর ” অক্ষিকূট “
———————————————————————–
সেন্টমার্টিন হতে তেতুলিয়া, থানচি শিলার দেশে
হাড়িয়াভাঙ্গা নদীর কিনারা ঘেষে
‘সোয়াচ অব নো গ্রাউন্ড’ গিরিখাতের সর্বশেষে
নীল জলরাশি; তিমিরের উল্লাসে।
বিজয় তাজিংডং শিখর – উচ্চ করি তার শির
সাবাস চিত্তে নীলগিরির ঐ চূড়ে
মনপুরা হতে নিঝুম- হাতিয়া -সন্দীপের তীর
পদ্মা যমুনা সেতুর বাঁধন ঘিরে।
কুয়াশায় ভেজা ঘাসফুল আর নয়নতারার ছবি
রোজ প্রতি দিন যে আলপনায় আঁকি
কত রঙ আর কত না বর্ণে সাজাই সে সব – কবি
কল্পনার কত আদুরে নামে ডাকি।
সে যে বাঙালির এ বাংলাদেশ- সবুজ-শ্যামল অপরূপ বেলাভূমি;
বন-লতা-পাতা, গাছ-গাছালি ও পাখ-পাখালির মিলন দিবসযামী।
বাউলের হাতে – একতারা বাজে; মাঝি দিবা-নিশি, ভাটিয়ারি গান গায়,
সুন্দরবনে হরিন-বানর – মৌয়ালির হৃদয়ে যে বাঘের ভয়।
জোয়ার-ভাটায়, – পদ্মা যমুনা রুপালি ইলিশে ভরে
বছর ধরিয়া হাওড়-বাওড়ে জেলেরা মাছ ধরে।
এই মেঘমালা, আবার রৌদ্র, হঠাৎ – বৈশাখি ঝড়
সব ভেঙে নিয়ে – করে চুরমার; ধনী-দুখী, একাকার।
হাশি-খুশি-সুখ, এই বাংলার প্রাণ
সকলের মুখে -শত সুরে শত গান
উৎসব-কালে, উল্লাসে নাচে সবে
এমন সোনার দেশ আর নেই ভবে
ত্রিশ লাখ শহীদের – এ বাংলাদেশে।
ঢাকা -আমার নিশানা, – শেষ নিঃশ্বাসে।
২৮ জানুয়ারি ২০২০
ঢাকা।
————————————————————————-