এমপি জ্যাকবের দেয়া হুইল চেয়ার পেয়ে খুশি প্রতিবন্ধী মোতালেব

এম আবু সিদ্দিক, চরফ্যাশন (ভোলা)থেকে বিশেষ প্রতিনিধি॥
ভোলার চরফ্যাশনে এমপি জ্যাকবের দেয়া হুইল চেয়ার পেয়ে খুশি প্রতিবন্ধী মোতালেব। তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রতিবন্ধী পরিবার।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) চরফ্যশন উপজেলার রসুলপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ডের শারীরিক প্রতিবন্ধী মোঃ মোতালেব জন্য একটি হুইল চেয়ারের মানবিক একটি পোস্ট ফেসবুকের বদৌলতে স্থানীয় ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের নজরে আসলে দু’দিনের ব্যবধানে তিনি রসুলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ হাসান মিন্টুর মাধ্যমে প্রতিবন্ধির জন্যে ঢাকা থেকে একটি হুইল চেয়ার পাঠিয়ে দেন।
গতকাল প্রতিবন্ধী মোতালেবের বাড়িতে হুইল চেয়ারটি এমপি জ্যাকবের পক্ষ থেকে তার কাছে তুলে দেন রসুলপুর সাবেক চেয়ারম্যান। হুইল চেয়ার পেয়ে প্রতিবন্ধী মোতালেবের খুশির অন্ত নেই। হুইল চেয়ার পেয়ে মোতালেবের অনুভূতি যেন আবার হাটতে পারবে! দীর্ঘদিন যাবৎ মোতালেব হাত ও হাঁটু ভর করে চলা চলের কারনে হাটুতে অনেকটা ক্ষত হয়ে গেছে।
এম আবু সিদ্দিক
চরফ্যাশন ( ভোলা) প্রতিনিধি
০১৭১১১৯৮৬৭৬