ইত্তেফাকের তজুমদ্দিন প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন রফিক সাদী
ডেস্ক রিপোট, আমাদের ভোলা.কম।
দেশের খ্যাতনামা সংবাদপত্র “দৈনিক ইত্তেফাক” পত্রিকার ভোলার তজুমদ্দিন উপজেলার প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন তজুমদ্দিন প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক ভোলার বাণী পত্রিকার স্টাফ রিপোর্টার ও আজকের বার্তার তজুমদ্দিন প্রতিনিধি রফিকুল ইসলাম সাদী। তিনি দীর্ঘদিন যাবত সৎ, যোগ্য ও দক্ষতার সাথে সাংবাদিকতার সাথে কাজ করে চলছেন। গত ০৭ জানুয়ারী ইত্তেফাক পত্রিকার কার্য নির্বাহী পরিচালক তাছনিমা হোসেন ও মুহিবুল আহসান স্বাক্ষরিত এক পত্রে তাকে এ নিয়োগ দেয়া হয়। রফিক সাদী ইত্তেফাকের তজুমদ্দিন প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ায় দৈনিক ভোলার বাণী’র পরিবার থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।