ভোলায় ফ্যামিলি প্লানিং ফিল্ড সার্ভিসেস স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ শুরু

ইয়াছিনুল ইমন,  আমাদের ভোলা .কম।
ভোলায় ফ্যামিলি প্লানিং ফিল্ড সার্ভিসেস ডেলিভারি এর আওতায় নবনিয়োগকৃত স্বেচ্ছাসেবীদের মৌলিক প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। ৫ ডিসেম্বর বৃহস্পতিবার ভোলা শহরের হোটেল প্যাপিলন এর কনভেনশন সেন্টারে সাত দিনব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের যুগ্ম সচিব, পরিচালক (অর্থ) ও লাইন ডাইরেক্টর, এফপি- এফএসডি ডা: মোঃ সারোয়ার বারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মাহমুদুল হক আযাদ।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন দেশের প্রতিটি অঞ্চলে নারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে লক্ষেই ফ্যামিলি প্লানিং সার্ভিসেস ডেলিভারি কার্যক্রম শুরু হয়েছে। তিন বছর ধরে প্রশিক্ষিত স্বেচ্ছাসেবীরা এ কার্যক্রম পরিচালনা করবেন। দেশের প্রতিটি নাগরিকের স্বাস্থ্য সেবা নিশ্চিতের লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার।
অনুষ্ঠানে আরে উপস্থিত ছিলেন টিএফটি মোহাম্মদ নিযয়াজ মোরশেদ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পৌরসভার এফপিআই মশিউর রহমান প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।