বিশেষ প্রতিনিধি, আমাদের ভোলা.কম।
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রী পরিবহন করায় ভোলার বোরহানউদ্দিনে জামালপুরগামী ৩৫ নির্মাণ শ্রমীকসহ একটি ট্রাক আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে ৫টার দিকে ওই ট্রাকের ড্রাইভার মো: স্বাধীনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের বিচারক ওই ড্রাইভাকে ৭ হাজার টাকা জরিমানা করে। দণ্ডপ্রাপ্ত স্বাধীন ফরিদপুর জেলার বাসিন্দা।
ভ্রাম্যমান আদালতের বিচারক বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বশির গাজী জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার বোরহানউদ্দিন উপজেলার আলীমুদ্দিন এলাকা থেকে একটি ট্রাক ৩৫ জন ব্লক নির্মান শ্রমীকে নিয়ে জামালপুর জেলার উদ্দেশ্যে যাচ্ছিল। এসময় পুলিশ সদস্যরা ট্রাকটিকে আটক করে যাত্রিদের নামিয়ে দেয়ার পাশাপাশি করোনা ভাইরাস সংক্রমন বিস্তার সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। এছাড়া সামাজিক দুরত্ব বজায় রেখে তাদের নিজ নিজ গন্তব্যে চলে যেতে অনুরোধ জানান। অপরদিকে ওই ট্রাক ড্রাইভাকে ভ্রাম্যমান আদালত মাধ্যমে ৭ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে বলেও জানান তিনি।